এইডস-এর থেকেও ভয়ঙ্কর মরণ রোগের সন্ধান

প্রকাশিত: ২০ অক্টোবর ২০১৭, ০৫:৩৫ পিএম

মেডিক্যাল জার্নাল ‘দ্য ল্যানসেট’-এর নতুন গবেষণা বলছে, ২০১৫ সালে ভারতে বায়ু, জল ও অন্যান্য দূষণের কারণে মৃত্যুর সংখ্যা ২.৫১ মিলিয়ন ছুঁয়েছে। যা এইডস, যক্ষা বা ম্যালেরিয়ার মতো রোগে মৃত্যুর সংখ্যার থেকে বেশি।

এই গবেষণায় দাবি করা হয়েছে, সারা বিশ্বে দূষণ-জনিত রোগের কারণে যত জন মারা গিয়েছেন, তার মধ্যে ২৮ শতাংশই ভারতে। বায়ু দূষণে (১.৮১ মিলিয়ন) ও জল দূষণে (০.৬৪ মিলিয়ন) মৃত্যুর তালিকায় ভারতের স্থান সবার উপরে।

এর মধ্যে ৯২ শতাংশ মৃত্যুই হয়েছে ভারত, পাকিস্তান, চিন, বাংলাদেশ, মাদাগাস্কার ও কেনিয়ার মতো দেশগুলিতে। খবর এবেলার।

দু’বছর ধরে ৪০ জন আন্তর্জাতিক স্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত লেখক এই গবেষণা চালিয়েছেন। ল্যানসেট রিপোর্ট অনুযায়ী, বায়ু দূষণের কারণে ৬৫ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে শুধু ২০১৫ সালেই।

কালীপুজো ও দেওয়ালির সময়ে বাজি ফাটানোর ফলে দূষণের মাত্রা বাড়া নিয়ে ইতিমধ্যেই বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। সেই সময়ে এই গবেষণার ফলাফল দূষণ-বিতর্কে নতুন মাত্রা যোগ করবে।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: