শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে নৌ-চলাচল বন্ধ

প্রকাশিত: ২১ অক্টোবর ২০১৭, ১০:৫২ এএম

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঠালবাড়ি নৌরুটে ফেরি, লঞ্চ ও স্পীডবোডসহ সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। বৈরি আবহাওয়া, পদ্মা তীব্র স্রোত এবং ঘূর্ণায়মান ঢেউয়ের কারণে শনিবার (২১ অক্টোবর) ভোর থেকে এসব বন্ধ রাখে কর্তৃপক্ষ। এর আগে শুক্রবার সকাল সাড়ে ১১টা থেকে এ নৌরুটে লঞ্চ ও স্পীড চলাচল বন্ধ থাকলেও যানবাহন পারাপারের জন্য ৭টি ফেরি চলাচল করছিল।

বিআইডব্লিউটিসি এর সহকারি ব্যবস্থাপক জসিম উদ্দিন জানান, শুক্রবার (২০ অক্টোবর) সকাল থেকে বৈরি আবহাওয়ার কারণে ফেরি চলাচল ব্যহত রয়েছে এবং শনিবার সকাল থেকে তা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে। গতকাল রো রো ফেরি ৪টি এবং ৩টি কে টাইপ ফেরি মোট ৭টি ফেরি সীমিত আকারে চললেও আজ তা বন্ধ রয়েছে। ঘাট এলাকায় সাড়ে ৫ শতাধিক যানবাহন পারের অপেক্ষায় রয়েছে ফলে যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। কেউ কেউ বাধ্য হয়ে ঢাকায় ফিরে গেছেন।

বিআইডব্লিউটিসি এর নৌ ট্রাফিক ইন্সপেক্টর মোঃ সোলেমান জানান, শনিবার সকাল থেকেই ফেরিসহ ছোট বড় লঞ্চ ও স্পীডবোড বন্ধ রাখা হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এটা অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: