ইবিতে এফডিআরএফ এর পূর্নাঙ্গ কমিটি গঠন

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ০৫:২৬ পিএম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মারণব্যাধি নিরাময় ফাউন্ডেশন ‘ফ্যাটল ডিজেজ রিকোভারি ফাউন্ডেশন’ (এফডিআরএফ) এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ওয়াজিদুর রহমান সিতুন এবং সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী কানিজ ফাতেমা জ্যোতি নির্বাচিত হয়েছেন।

রবিবার (২২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি এর নিচতলায় অবস্থিত প্রেস কর্ণারে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দরা।

&dquote;&dquote;জানা যায়, গত শনিবার বিশ্ববিদ্যালয়ের বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ কেন্দ্রীয় লাইব্রেরীতে এফডিআরএফ এর ৪র্থ সভা অনুষ্ঠিত হয়। সভায় সদস্যদের মৌখিক ভোটের মাধ্যমে পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মমিনুল ইসলাম রিপন, যুগ্ম-সাধারণ সম্পাদক নন্দিতা দাস, কোষাধ্যক্ষ তুষার আল নূর, দপ্তর সম্পাদক সালেহ ফুয়াদ, প্রচার সম্পাদক সাদিয়া আফরিন খান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াহেদ জুবেরী সিজার।

উল্লেখ্য, গতবছর সংগঠনটি প্রায় সাড়ে ছয় হাজার শিক্ষক-শিক্ষার্থীর স্বাক্ষর নিয়ে তৎকালীন উপাচার্যের নিকট শিক্ষার্থীদের চিকিৎসা সেবায় বহনের জন্য মারণব্যাধি নিরাময় তহবিল গঠনের আবেদন জানান। যা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সিন্ডিকেট সভায় পাশ হয়েছে।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: