ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ ও বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ০৭:২৪ পিএম

নীলফামারীর ডোমারে ট্রেনে কাটা পড়ে ও বিদ্যুতের তারে জড়িয়ে পৃথক দুটি অপমৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ট্রেনে কাটা পড়ে সন্তোষ রায়(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে,উপজেলার সোনারায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বড়গাছা ধেদাই খালীর পুল নামক স্থানে। সন্তোষ রায় ওই এলাকার কাল্ঠু রাম রায়ের ছেলে।

এলাকাবাসী জানায়, সন্তোষ রায় রাতে ওই এলাকায় মাছ ধরার জন্য ভোরং বসিয়ে রেল লাইনের উপর ঘুমিয়ে পড়ে। সকালে চিলাহাটী থেকে খুলনাগামী (খুলনা মেইল ২৮ডাউন) ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেন। 

অপর দিকে উপজেলার ভোগড়াবুরী ইউনিয়নের বটতলী গ্রামে অটোরিস্কায় চার্জ দিতে গিয়ে মনতু(৩০) নামের এক অটোরিস্কার চালক বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে। রবিবার সকাল আটটায় ঘটনাটি ঘটে। নিহত মনতু ওই গ্রামের মৃত চৈতুর ছেলে। প্রত্যক্ষদশীরা জানান, মনতু তার অটোরিস্কায় চার্জ দিতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান একরামুল হক  বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিডি২৪লাইভ/এস এ  

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: