টানা তিনদিন বিদ্যুৎহীন নাটোরের বাগাতিপাড়া!

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ০৭:৫৭ পিএম

টানা বৃষ্টি ও ঝড়ের কারণে নাটোরের বাগাতিপাড়ায় প্রায় তিনদিন যাবৎ বিদ্যুত বিচ্ছিন্ন আছে। পল্লী বিদ্যুতের বাগাতিপাড়া এরিয়া অফিসের কর্তব্যরতদের সাথে যোগাযোগ করলে তথ্য দিয়ে সহযোগীতা না করার অভিযোগ উঠেছে। রাস্তায় গাছ পড়ে থাকলেও অপসারণ করেছে স্থানীয়রা, শীত ও বৃষ্টির দোহাই দিয়ে দায় সারালেন দয়ারামপুর ফায়ার সার্ভিস ইউনিটের কর্তাব্যক্তি। 

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বৃষ্টি শুরু হওয়ার পর থেকে বাগাতিপাড়ায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে। দীর্ঘক্ষন বিদ্যুৎ না থাকায় এলাকার সর্বসাধারণের মধ্যে হতাশা  এবং কৌতুহল কখন বিদ্যুৎ পাওয়া যাবে। পল্লী বিদ্যুৎ সমিতি নাটোর-১ এর বাগাতিপাড়া এরিয়া অফিসের নির্ধারিত মোবইল নম্বরে যোগাযোগ করলেও ফোন রিসিভ না করার অভিযোগ করা হয়েছে। 
এদিকে নাটোর-বাগাতিপাড়া প্রধান রাস্তায় গাছ পড়ে থাকলেও তা অপসারণের কোন উদ্দ্যেগ নিতে দেখা যায়নি। পৌরসভার সোনাপাতিল মহল্লায় একটি গাছ পড়ে থাকায় শনিবারে সকালে বাগাতিপাড়া-ঢাকাগামী বাস দীর্ঘক্ষন থেমে থাকে। এসময় স্থানীয়রা দয়ারামপুর ফায়ার সার্ভিসকে জানালেও তারা শীত ও বৃষ্টিতে দোহাই দিয়ে দূর্যোগে তাদের কোন টহলের অনুমতি নেই বলে ওই গাছ অপসারণে অপারকতা প্রকাশ করেন। 

দয়ারামপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সাব অফিসার আফাজ উদ্দিন জানান, রাস্তার উপরে গাছ পড়ে থাকার খবর পেয়েছিলাম। আমার সব কথাগুলো নিয়ম মেনে বলা হয়নি। কিছু কথা আবেগে বলা হয়েছে। তবে শুক্রবারে সকালে উপজেলা মিশ্রীপাড়ায় বৈদ্যুতিক গোলযোগের আগুন নিভাতে গিয়ে পল্লী বিদ্যুতের বাগাতিপাড়া এরিয়া অফিসে অসংখবার ফোন দিয়েও তারা রিসিভ করেনি। পল্লী বিদ্যুৎ কখনই তাদের সাথে সমন্নয় করেননা বলে অভিযোগ করেন তিনি। 

এ ব্যপারে পল্লী বিদ্যুৎ সমিতি নাটোর-১ এর ডিজিএম শাহিদুল ইসলাম দাবী করেন, টানা বৃষ্টি ও ঝড়ে আমাদের বৈদ্যুতিক লাইনের ক্ষতি হওয়ায় সকল এলাকাতে সংযোগ দেয়া সম্ভব হয়নি। তবে প্রায় ৯৫ভাগ কাজ শেষ হয়েছে আজ (রোববার) সন্ধ্যার মধ্যে বাগাতিপাড়া সকল এলাকাতে বিদ্যুৎ সংযোগ দেয়ার আশ্বাস দেন তিনি। 

বিডি২৪লাইভ/এস এ  
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: