সিরাজগঞ্জের সেই বাঁধে ফের ধস, ৭০ মিটার বিলীন

প্রকাশিত: ২২ অক্টোবর ২০১৭, ০৯:০৭ পিএম

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা রক্ষায় নির্মাণাধীন সেই নদী তীর সংরক্ষণ বাঁধে আবারও ধ্বস নেমেছে। রবিবার (২২ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত বাঁধটির খাস কাউলিয়া চৌদ্দরশি পয়েন্টে প্রায় ৭০ মিটার বিলীন হয়ে যায়। এ নিয়ে গত ৫ মাসের ব্যবধানে বাঁধটির বিভিন্ন পয়েন্টে ১১ বার ধস নামল। বারবার ধ্বস নামায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদ হোসেন ও স্থানীয়রা জানান, ২০১৫ সালে যমুনা নদীর ভাঙ্গন থেকে টাঙ্গাইলের নাগরপুর ও চৌহালী রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার নদী তীর সংরক্ষণ কাজ শুরু হয়। বাঁধটির প্রায় ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এ অবস্থায় চলতি বছর ২ মে প্রথম ধ্বস নামে। এরপর ১৬ মে, ৮ ও ২৩ জুন ৩,৭, ১৯, ২০, ২১ ও ২৩ জুলাই প্রকল্পটির বিভিন্ন অংশ ধ্বস নামে। রবিবার সকালে খাস কাউলিয়া চৌদ্দরশি এলাকায় অন্তত ৭০ মিটার এলাকায় আবারও ধস দেখা দেয়। এতে স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। পাউবো’র গাফিলতির কারণে বার বার এ ধ্বস নামছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।

চৌহালী উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমান জানান, বাঁধ ধ্বসের বিষয়ে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডকে অবগত করা হয়েছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ জানান, বাঁধের ওই অংশে যমুনার পানির গভীরতা থাকায় প্রায় ৭০ মিটার ধসে গেছে। পাউবোর কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শনে পাঠানো হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিডি২৪লাইভ/এস এ

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: