নির্দেশ অমান্য করে রাবি ছাত্রলীগের মিছিল

প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৭, ০৮:১৬ পিএম

শাহিন আলম রোহান,
রাবি থেকে:

ক্যাম্পাসে মিছিল-মিটিং নিষিদ্ধ থাকার পরেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিদিন মিছিল করছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

গতকাল রোববার ও আজ সোমবার (২৩ অক্টোবর) দুপরে একইভাবে মিছিল করেছে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে নেতা-কর্মীরা।

নিষেধাজ্ঞার বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রফেসর ড. মো. লুৎফুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্ট্রোরিয়াল বডির পক্ষ থেকে মিছিল না করার জন্য বারবার নিষেধ করা হয়েছে। এমনকি মুঠোফোনেও বলা হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না। যেহেতু পরীক্ষা চলছে, এখনেই কিছু বললে পরিবেশটা আরো ঘোলাটে হবে। তবে আমরা পরবর্তীতে মিটিং করে এব্যাপারে সিদ্ধান্ত নিব।’

মিছিলের কারণে বিশ্ববিদ্যালয় সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরী হচ্ছে দাবী করে কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর বলেন, ‘যেখানে পরীক্ষার সময় বিশ্ববিদ্যালয় পরিবেশ সুন্দর রাখতে ক্যাম্পাসে সকল মিছিল-মিটিং নিষিদ্ধ করেছিল। সেখানে নিয়মের তোয়াক্কা না করেই ছাত্রলীগ মিছিল করেছে। এতে করে ভর্তিচ্ছুসহ অভিভাবকদের মধ্যে আতঙ্ক কাজ করে, যা আমাদের ভাবমূর্তিকে ক্ষুন্ন করে।’

এর আগে একইভাবে গত শনিবার রাতে প্রত্যেক হলে হলে মিছিল করে এবং গভীর রাতে রড, লাঠিসহ দেশীয় অস্ত্র-সস্ত্রনিয়ে বিভিন্ন হলের নেতাকর্মীরা বিনোদপুর এসে ছাত্রদলের ব্যানারে আগুন দেয় এবং ছাত্রদলের নেতা-কর্মীদেরকে ধাওয়া দেয় বলে অভিযোগ পাওয়া যায়। ছাত্রলীগের দেশীয় অস্ত্র নিয়ে মহড়া ও স্লোগানে আতঙ্কিত হয়ে পড়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ঝিনাইদহ জেলার হরিনাকু- থানা থেকে আগত কয়েকজন ভর্তিচ্ছু বলেন,‘সাধারনত ক্যাম্পাসের রাজনীতি নিয়ে পরিবার ভয়ে থাকে এবং আমাদেরকে দূরে থাকতে বলে। কিন্তু পরীক্ষা দিতে এসেই লাঠি-সোটা ও মিছিল দেখে কিছুটা ভয় লাগছে।’

রাবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুল হাসান বলেন, ‘আমরা গত ২১ তারিখে ভর্তিচ্ছুদের স্বাগত জানিয়ে ব্যানার দিয়েছিলাম। কিন্তু ছাত্রলীগ ক্ষমতা দেখিয়ে ব্যানার পুড়িয়ে দিয়ে এবং উপর হামলা করে করে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। প্রশাসনের এই একচোখা নীতির কারণে বিশ্ববিদ্যালয় যে কোন বড় ধরণের সংঘাতের সৃষ্টি হতে পারে। যার দায়ভর প্রশাসনকেই নিতে হবে।’

এব্যাপারে ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘এর আগেও ছাত্রদল বা শিবির যারা ক্ষমতায় ছিল তারাও মিছিল করেছে। আর তাই আমরা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছে জানান দিতেই আমাদের এই মিছিল। তাছাড়া আমরা প্রশাসনকে বলেই আমরা মিছিল করছি।’

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: