জীবিত বাবা-মায়ের জন্য দোয়া করা যাবে কি?

প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৭, ০৩:৪৯ পিএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারি একটি টেলিভিশনের জনপ্রিয় এ অনুষ্ঠানে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

প্রশ্ন : আমার বাবা-মা এখনো বেঁচে আছেন। সে ক্ষেত্রে কি আমি ‘রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা’ এই দোয়াটি পড়তে পারব?

উত্তর : আল্লাহ সুবানাহু তায়ালা পিতা-মাতার জন্য ‘রাব্বির হাম হুমা কামা রাব্বায়ানি সাগীরা’ দোয়াটি শিখিয়েছেন। যদিও রহমতের যে দোয়াটি এটি অধিকাংশ সময়ে মৃত ব্যক্তির জন্য হয়ে থাকে। কিন্তু যেহেতু এটি আল্লাহ সুবানাহু তায়ালার শেখানো দোয়া এবং এর অর্থ হচ্ছে, ‘আল্লাহ আপনি তাঁদের প্রতি রহমত বর্ষণ করুন’, এই রহমত মৃত্যুর পরে যেমন প্রয়োজন তেমনি মৃত্যুর আগেও এর প্রয়োজন রয়েছে। অতএব পিতা-মাতা জীবিত থাকা অবস্থায়ও আপনি এই দোয়াটি পড়তে পারবেন।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: