‘আওয়ামী লী‌গের সময় শেষ’

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ০১:৪৫ পিএম

আওয়ামী লী‌গের সময় শেষ হ‌য়ে গে‌ছে, তা‌দের‌কে দে‌শের জনগণ আর ক্ষমতায় দেখ‌তে চায় না বলে মন্তব্য করেছেন বিএন‌পির স্থায়ী ক‌মি‌টির সদস্য ড. খন্দকার মোশাররফ হো‌সেন।

তিনি বলেন, সমা‌বেশ থে‌কে বার্তা দেওয়া হ‌য়ে‌ছে যে, এই সরকা‌রের দিন শেষ।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লা‌বের আয়োজিত এক আলোচনা সভায় তি‌নি এসব কথা বলেন। "জাতীয় বিপ্লর ও সংহ‌তি দিবস" উপল‌ক্ষে এ আলোচনা সভার আ‌য়োজন ক‌রে বাংলা‌দেশ জাতীয়তাবাদী কৃষক দল।

খন্দকার মোশাররফ হোসেন ব‌লেন, 'সমা‌বে‌শের অনুম‌তি আপনারা এত‌দিন দেন নাই, আপনারা স্বৈরাচারী আচরণ ক‌রে‌ছেন। তবুও যারা আসার, তারা পা‌য়ে‌ হেঁটে চ‌লে এসে‌ছে। সমা‌বেশ থে‌কে বার্তা দেয়া হ‌য়ে‌ছে যে, এই সরকা‌রের দিন শেষ! আওয়ামী লী‌গের সময় শেষ হ‌য়ে গে‌ছে। তা‌দের‌কে দে‌শের জনগণ আর ক্ষমতায় দেখ‌তে চায় না।

তিনি ব‌লেন, '৭ই ন‌ভেম্ব‌রের যে ঘটনা, সে ঘটনা‌কে বিকৃত ক‌রে এক‌টি‌ মহল সু‌বিধা নি‌চ্ছে। আমা‌দের জা‌তিস্বত্তার প‌রিচয় আমরা বাংলা‌দেশী, ভার‌তের একটা অং‌শে অনেকেই বাঙালি, আমা‌দের স‌ঠিক প‌রিচয় তু‌লে ধ‌রে‌ছেন জিয়াউর রহমান।ধর্মনিরপেক্ষতার না‌মে যে ধর্মহীনতা তা জিয়াউর রহমান দূরীভূত করার পদ‌ক্ষেপ নেন।'

&dquote;&dquote;

বিএনপির এই সিনিয়র নেতা ব‌লেন, ''একজন মন্ত্রী ব‌লে‌ছেন" 'তি‌নি না‌কি জিয়াউর রহমা‌নের নামই জা‌নেন না''। ২৬ শে মা‌র্চের আগে জিয়াউর রহমা‌নের নাম কেউ জান‌তো না, তার মা‌নে কি? জিয়াউর রহমা‌নের ভূ‌মিকার কারণেই তাঁ‌কে সবাই চিনে। গণতন্ত্র‌কে পুনরুদ্ধার ক‌রে‌ছিল কে? জিয়াউর রহমান, তাহ‌লে বাকশাল হত্যা ক‌রে‌ছিল কে? এজন্যই আওয়ামী লীগ নেতা ক্ষেপা।'

একই আলোচনা সভায় সভাপতির বক্তব্যে বিএন‌পির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ব‌লে‌ন, আওয়ামী লী‌গের অপশাস‌নেই ৭ই ন‌ভেম্বরের সৃ‌ষ্টি, য‌দি জিয়াউর রহমান য‌দি সে‌দিন ঘোষণা‌ দি‌তেন, আরো ভয়াবহ অবস্থার সৃ‌ষ্টি। গুম খুন অপহরণ য‌দি বন্ধ কর‌তে হয়, তাহ‌লে বেগম খা‌লেদা জিয়াকে প্রধানমন্ত্রী কর‌তে হ‌বে। কেমনভা‌বে কর‌বো? বর্তমান নিয়‌মে না হ‌লে, ৯১, ৯৬, ২০০১ চাই‌লে ২০০৮ এর ম‌তো কর‌বো। তবুও আওয়ামী লী‌গের অধী‌নে হ‌বে না। তা‌দের অধী‌নে নির্বাচ‌নে যা‌বো ঠেকা পর‌ছে না‌কি? আমরা এবার আন্দোলন কত প্রকার কি কি দে‌খি‌য়ে দে‌বো।

এ সময় আলো উপ‌স্থিত ছি‌লেন, ‌বিএন‌পি চেয়ারপারস‌নের উপ‌দেষ্টা আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাস‌চিব সৈয়দ মোয়া‌জ্জেম হো‌সেন আলাল, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: