মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলার

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০১৭, ০৩:৪৪ পিএম

২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় দাঁড়িয়েছে ১ হাজার ৬১০ মার্কিন ডলার। 

মঙ্গলবার (১৪ নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান।

পরিকল্পনামন্ত্রী জানান, একই অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। তিনি বলেন, বলা হয়েছিল ২০১৬-১৭ অর্থবছরে প্রবৃদ্ধির হার হবে ৭ দশমিক ২৪ শতাংশ। কিন্তু এখন এটা বেড়ে হয়েছে ৭ দশমিক ২৮ শতাংশ। জিডিপিতে বিনিয়োগের হার ছিল ২৯ দশমিক ৬৩। এটা বেড়ে হয়েছে ৩০ দশমিক ৫১ শতাংশ।

বিডি২৪লাইভ/এস এ 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: