গভীর সমুদ্রে রহস্যজনকভাবে নিখোঁজ সাবমেরিন!

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৭, ০১:২৯ পিএম

৪৪জন ক্রু সদস্যকে নিয়ে মাঝ সমুদ্রে উধাও হয়ে গেল একটি আর্জেটিনা সাবমেরিন৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার৷ আটলান্টিক উপকূলের কাছে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গিয়েছে এই সাবমেরিনটি৷

আর্জেটিনার এই সাবমেরিনটির নাম এআরএ সান জুয়ান৷ বুধবার সান জর্জ গাল্ফ থেকে ৪৩২কিলোমিটার গভীরে শেষ অবধি ব়্যাডারে ধরা পড়েছিল এই জাহাজটি৷

আর্জেটিনার বিশাল নৌবাহিনী সার্চ অপারেশনে নেমেছে বলে জানা যাচ্ছে৷

নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, যুদ্ধকালীন পরিস্থিতিতে ওই সাবমেরিনটি উদ্ধারের চেষ্টা চলছে৷ এআরএ সান জুয়ানের সঙ্গে সংযোগ করার চেষ্টা চালাচ্ছে আর্জেটিনা নৌবাহিনী৷ আকাশপথে এবং পানিপথে ওই সাবমেরিনটি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে৷

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: