সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ আসনের সাংসদ সহ আহত ৪

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০১৭, ০৮:২৫ পিএম

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ (৭৬) সহ  চারজন আহত হয়েছেন। 

শনিবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে। আহতরা হলেন- সংসদ সদস্যের ভাতিজা রিপন (৩৮), শাজাহান (৪০) ও গাড়ির চালক মঞ্জু (৩৫)। এরা সবাই এমপির সফর সঙ্গী ছিলেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মাহবুব আলম পিপিএম বিডি২৪লাইভকে জানান, সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ মাইক্রোবাস যোগে গাইবান্ধা থেকে দুপুর ১২টার দিকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। তাদের মাইক্রোবাসটি মির্জাপুরের নাটিয়াপাড়া এসে পৌঁছলে ঢাকা থেকে ছেড়ে আসা লোটন পরিবহন নামের যাত্রীবাহী একটি বাসের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাইক্রোবাসে থাকা এমপি গোলাম মোস্তফা আহমেদসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গোলাম মোস্তফা এমপির শারীরিক অবস্থার অবনতি হলে তাকেসহ চারজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, জেলা প্রাশাসক খান মোহাম্মদ নুরুল আমীন, পুলিশ সুপার মাহবুব আলমসহ পুলিশের কর্মকর্তারা হাসপাতালে ছুটে আসেন। তারা আহত এমপির খোঁজখবর নেন।

হাসপাতালের তত্বাবধায়ক সৈয়দ ইবনে সাইদ বিডি২৪লাইভকে জানান, এমপির মাথায় প্রচন্ড আঘাত লেগেছে। আঘাতের কারণে মস্তিস্কে রক্তক্ষরণ হচ্ছে। এছাড়াও শরীরের কয়েকটি অংশে জখম হয়েছে। দুই কান দিয়ে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আহত অপর তিনজনের অবস্থা ভাল। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। 
&dquote;&dquote;

সংসদ সদস্য ছানোয়ার হোসেন বলেন, খবর পেয়েই হাসপাতালে ছুটে এসেছি। চীপ হুইপ ও আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে কথা বলে সন্ধ্যা সাড়ে ৭টায় একটি অ্যাম্বুলেন্স  যোগে সংসদ সদস্য গোলাম মোস্তফাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরো সায়েন্স হাসপাতালে রেফার্ড করা হয়েছে। 

সংসদ সদস্য গোলাম মোস্তফার ভাতিজা আহত রিপন বলেন, আমরা সংসদ সদস্যকে সাথে নিয়ে ঢাকা যাচ্ছিলাম। আমাদের গাড়িটি মির্জাপুরের নাটিয়াপাড়া মোড়ে ওভারটেক করার সময় একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এরপর আর কিছুই বলতে পারবো না। পরে দেখি আমি হাসপাতালে আছি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: