ওয়ানডে ম্যাচ, একাই করলেন ৪৯০!

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ০১:০১ পিএম

৫০ ওভারের ম্যাচে ডাবল সেঞ্চুরিই তো বড় কীর্তি। অথচ ক্লাব পর্যায়ের ক্রিকেটে একজন খেলোয়াড় ওয়ানডে ম্যাচেই কি না খেললেন ৫০০ ছুঁই ছুঁই রানের ইনিংস! বিস্ময়কর হলেও এটিই সত্যি। দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী ক্রিকেটার শেন ড্যাডসওয়েল শনিবার ৪৯০ রানের অতিমানবীয় ইনিংস খেলেছেন।

ক্রিকেট সাউথ আফ্রিকার ওয়েবসাইট অনুযায়ী, ক্লাব ক্রিকেটের ম্যাচে শনিবার মুখোমুখি হয় নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি পুকে ও পোচ ড্রপ একাদশ। সেই ম্যাচটিতে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটির হয়ে বিস্ময় লাগানো ইনিংস উপহার দেন উইকেটরক্ষক ব্যাটসম্যান ড্যাডসওয়েল।

৫০ ওভারের ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৬৭৭ রানের পাহাড় গড়ে নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি। ১৫১ বলে ৫৭টি ছক্কা এবং ২৭টি চারের সাহায্যে ৪৯০ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ড্যাডসওয়েল।

জবাবে ব্যাটিংয়ে নেমে পোচ ড্রপ একাদশ ৯ উইকেট হারিয়ে সাকল্যে ২৯০ রান করতে সক্ষম হয়। ফলে ৩৮৭ রানের বড় ব্যবধানে জয় পায় নর্থ-ওয়েস্ট ইউনিভার্সিটি।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: