রাবিতে সাংবাদিক নির্যাতন: বাকৃবিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০১৭, ০৮:৫৮ পিএম

রাজশাহীতে তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলার ঘটনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বাকৃবিসাস) তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি হোসেন আদিব, জিয়াউল গণি সেলিম এবং এসএ টিভির ক্যামেরা পারসন আবু সাঈদের ওপর থেকে অবিলম্বে মিথ্যা, ষড়যন্ত্রমূলক ওই মামলা প্রত্যাহারের দাবি জানায় বাকৃবিসাস।

এ বিষয়ে গত শনিবার বাকৃবিসাসের সভাপতি এস.এম. আশিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী এক যৌথ বিবৃতিতে বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোর অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি এবং কতিপয় শিক্ষার্থীদের নেতিবাচক কর্মকা-কে জাতির সামনে তুলে ধরে সুন্দর ও সুশৃঙ্খল ক্যাম্পাস বিনির্মাণে কাজ করে আসছে ক্যাম্পাস সাংবাদিকতা।

পেশাদারিত্ব ও বস্তুনিষ্ঠতার দিক বিবেচনায় ক্যাম্পাস সাংবাদিকতার ভূমিকা সর্বমহলে প্রশংসিত। ক্যাম্পাস সাংবাদিকতার চর্চাকে বাধাগ্রস্থ করতে কারও অপচেষ্টা কিংবা ষড়যন্ত্র কখনই সফল হয়নি, হবেও না।’

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: