রাজধানী বাড্ডার সড়কে ভোগান্তি

প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৭, ০৪:৪৩ পিএম

রাজধানীর রামপুরা-বাড্ডা সড়কের দুই পাশেই দোকানপাট বসিয়ে ফুটাপাত দখল করে আছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। ফলে ফুটপাতে হাঁটার জায়গা না থাকা সাধারণ হাঁটছেন রাস্তার উপর দিয়েই। আর এভাবেই তৈরি হচ্ছে তীব্র যানজট। প্রতিদিন ভোগান্তিতে পরছেন পথচারীরা।

শুধু ফুটপাতেই নয়, আছে উন্নয়নের নামে বছরের পর বছর রাস্তা খোরাখোরির কাজ। রামপুরা থেকে চৌধুরীপাড়া পর্যন্ত রাস্তার পাশে পানির লাইনের কাজ চলছে দীর্ঘদিন ধরে। সারা রাস্তায় খোলা ড্রেন আর বড় গর্তের মধ্যেই ঝুঁকি নিয়ে চলছে সাধারণ মানুষ। গত প্রায় চার বছর ধরে রাস্তা উন্নয়নের কাজ চলছে বলে জানা গেছে।

এই ব্যস্ততম সড়কে ঘণ্টার পর ঘণ্টা জ্যামে বসে থাকতে ক্ষুদ্ধ হয় নগরবাসী। ছুটির দিনেও জ্যামের থেকে মুক্তি পাননা এই সড়কে যাতায়াতকারীরা। খুব শিগগীর সড়কের যানজট নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এই সড়কে চলাচলকারীরা।

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: