কানের ময়লাই বলে দেবে আপনি সুস্থ কিনা, জেনে নিন!

প্রকাশিত: ২১ নভেম্বর ২০১৭, ০৩:৩৬ পিএম

কান শরীরের একটি গুরুত্ত্বপূর্ণ অঙ্গ। তাই কানের যত্ন নেওয়া অতি জরুরি। কান পরিস্কার থেকে শুরু করে যে কোনো কানের সমস্যায় দ্রুত চিকিৎসা গ্রহণ করতে হবে। নিচে এই বিষয়ে আলোচনা করা হলো-

১. যদি আপনার কানের ময়লার রং ধূসর হয়। তাহলেও চিন্তার কোনো কারণ নেই। এমনটা ধুলোর কারণে হতে পারে।

&dquote;&dquote;

২. কানের ময়লা খয়েরি রংয়ের যদি দেখা যায়, তবে বুঝে নিতে হবে আপনি গত কয়েক দিন ধরে বেশ স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছেন। এজন্য একটু সময় করে কোথাও ঘুরে আসুন।

৩. আপনি যদি দেখেন আপনার কান থেকে বের করা ময়লায় সামান্য রক্ত আছে। তাহলে বুঝতে হবে আপনার কানের ভিতরে কোনো না কোনো সমস্যা তৈরি হয়েছে। এটা ওই সমস্যার ইঙ্গিত দেয়। এক্ষেত্রে যত দ্রুত সম্ভব চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

&dquote;&dquote;

৪. আপনার কানের ময়লা বের করার সময় যদি দেখা যায়, একটু জল জল ভাব। তাহলে বুঝে নিতে হবে আপনার শরীরে কোনো গুরুতর সমস্যা রয়েছে।

৫. আপনার কানের খৈল যদি দেখেন সাদা রংয়ের, তবে বুঝতে হবে আপনার শরীরে আয়রনের ঘাটতি রয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: