শিবগঞ্জে উন্নত মানের গম চাষে কৃষকদের প্রশিক্ষণ

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ১২:২৮ এএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় চাষী পর্যায়ে উন্নতমানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বুধবার (২২ নভেম্বর) সকালে উপজেলার ৯০ জন গম চাষীকে প্রশিক্ষণ দেয়া হয়েছে।

উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে আধুনিক পদ্ধতিতে গম উৎপাদন বীজ সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। চাষীদের প্রশিক্ষণ দেন চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মোঃ মঞ্জুরুল হুদা, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আমিনুজ্জামান, সুলতান আলী ও জেলা বীজ প্রত্যয়ন অফিসে নমুনা সংগ্রহ অফিসার মোঃ আসাদুজ্জামান।

উপজেলা কৃষি কর্মকর্তা এস এম আমিনুজ্জামান জানান, চলতি মৌসুমে এ উপজেলায় ৯০ জন কৃষককে ৩৫ কেজি করে মোট ৩ হাজার ১ শত ৫০ কেজি গম বীজ বিনামূল্যে বিতরণ করা হয়েছে।

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: