গোপালগঞ্জে ডায়াবেটিকস ও চক্ষু পরীক্ষা ক্যাম্প

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০১৭, ০৭:০০ এএম

“সেবা নেবো; সুস্থ্য জীবন গড়ব” এই শ্লোগান নিয়ে গোপালগঞ্জে ডায়াবেটিকস ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার সদর উপজেলায় গোবরা ইউপির ১৪ নং পোদ্দারেরচর পল্লী সমাজের আয়োজনে পোদ্দারেরচর গ্রামের দরিদ্র মানুষের জন্য স্বল্প মূল্যে ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পল্লী সমাজের সভাপ্রধান তাসলিমা বেগম, সেক্রেটারী শ্রাবন্তী বিশ্বাস, ক্যাশিয়ানী ফিরোজা বেগম, পোদ্দারের চর যুব সংঘের সভাপতি রবিউল ইসলাম, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির মাঠ সংগঠক শাকিলা আরজু, ব্র্যাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির মাঠ সংগঠক চন্দ্রা টিকাদার প্রমুখ।

অনুষ্ঠানে পোদ্দারের চর গ্রামের ২০ জন দরিদ্র মানুষের ডায়াবেটিক ও চক্ষু পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থাপত্র এবং চশমা প্রদান করা হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার অর্ধশতাধিক মানুষ উপস্থিত ছিল।

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: