মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ৫১৪

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৭, ০৯:০৩ এএম

মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশের অভিযানে সীমান্ত প্রদেশ জোহর বারু থেকে ৫১৪ জন আটক হওয়ার খবর পাওয়া গেছে। জোহর বারু টেবরাও আইভি ইন্ডাস্ট্রিয়াল এস্টেট এবং কটা টিংগি ও জোহর বারু এলাকায় দেশটির ইমিগ্রেশন পুলিশ অভিযান চালিয়ে এদের আটক করে।

শনিবার (৯ ডিসেম্বর) রাত ১২টায় শুরু হওয়া অভিযান শেষ হয় ভোর রাত ৪টায়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, আটক হওয়া ৫১৪ জনের মধ্যে ২৪ জন নারীও রয়েছে।

এ ব্যাপারে মালয়েশিয়া ইমিগ্রেশন প্রধান দাতুকে সেরি মুস্তাফার আলী বলেন, ১৩৯৯ জন বিদেশি শ্রমিকের বৈধ কাগজপত্র চেক করে ৫১৪ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে ৫১১ জন শ্রমিক এবং ৩ জন মালিক। ৪৮৭ জন পুরুষ এবং ২৪ জন নারী রয়েছে। তারা ভারত, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, চীন ও থাইল্যান্ডের নাগরিক।

এ অভিযানে ১১৫ জন ইমিগ্রেশন অফিসার অভিযানে অংশ নেন বলেও জানান তিনি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: