কমেছে স্বর্ণের দাম

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৭, ০৫:৪৯ পিএম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। কয়েকদফা দাম উঠা-নামা করলেও এবার আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশের বাজারেও কমছে স্বর্ণের দাম। ভরি প্রতি ১ হাজার ২৮৩ টাকা পর্যন্ত কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। 

সোমবার (১১ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় সমিতি থেকে।

এতে বলা হয়, মঙ্গলবার থেকে প্রতি ভরি স্বর্ণ (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৪৭ হাজার ৯৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৪০ হাজার ৪৭৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৪ হাজার ৭৮৬ টাকা।

বিডি২৪লাইভ/এস এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: