আইবিসিসিআই'র নতুন সভাপতি মাতলুব আহমাদ

প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০১৭, ০৮:৫৩ পিএম

ভারত-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইবিসিসিআই) ২০১৭-১৯ মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হয়েছেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

সোমবার (১১ ডিসেম্বর) গনমাধ্যমকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচনে আবদুল মাতলুব আহমাদকে সভাপতি নির্বাচিত করে ১৬ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করা হয়।

আইবিসিসিআই’র পরিচালনা পর্ষদের সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন, এইচএসটিসি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা এম শোয়েব চৌধুরী ও এশিয়ান কনজিউমার কেয়ার (প্রাইভেট) লিমিটেডের কান্ট্রি ম্যানেজার সঞ্জয় কৈলাস মুন্সি। এছাড়া সঞ্জীব কুমার রায়, সাধারণ সম্পাদক, মো. আবদুল ওয়াহেদ, যুগ্ম সম্পাদক এবং দেওয়ান সুলতান আহমেদ কোষাধ্যক্ষ।

নতুন নির্বাচিত বোর্ডের অন্য সদস্যরা হলেন- স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার অভিজিৎ চক্রবর্তী, ফতুল্লা স্টীল রি-রোলিং মিলসের মোহাম্মদ আলী, এমআরবি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের সঞ্জয় পাল, টাটা মটরস লিমিটেডের জিতেন্দ্র বাহাদুর, এমএকেএস এটায়ারের ফারখুনদা জাবিন খান, ইন্ডোফিল বাংলাদেশ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডের অভিষেক দাস, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বিডি লিমিটেডের অরূপ দাসগুপ্তা, কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস লিমিটেডের মেহেরুন নেছা ইসলাম, গ্রীণ টেক্সটাইল লিমিটেডের তানভীর আহমেদ এবং সিইএটি এখন লিমিটেডের ভেনুগোপাল নাম্বিকেরিল ছেল্প্পান পিল্লাই। আইবিসিসিআই'র চিফ প্যাট্রন ভারতের হাই কমিশনার মি. ​​হর্স বর্ধন শৃঙ্গলা।

বিডি২৪লাইভ/এমএম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: