রাজধানীর মগবাজার ফ্লাইওভারে বাসে আগুন

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৭, ০৪:১৪ পিএম

রাজধানীর মগবাজার উড়ালসেতুতে (ফ্লাইওভার) একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) বেলা দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে বাংলামোটর থেকে ফ্লাইওভারে উঠে মগবাজার ওয়ারলেস গেটে নামার সময় ফ্লাইওভারের ঢালে বাসটিতে হঠাৎ আগুন লাগে।

গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) বিজয় প্রসাদ রায় জানান, ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভারের ঢাল দিয়ে নামার সময় হঠাৎ যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরে যায়। তবে এতে কেনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে বাসের নাম ও নাম্বার জানানো যাচ্ছে না।

তিনি আরো জানান, আগুন লাগার পর বাসটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। এতে বাসের ভেতরের আসনসহ বেশ কিছু যন্ত্রাংশ পুড়ে ছাই হয়েছে। রংচটেছে বাইরের দিকেও। আগুনের ঘটনায় ফ্লাইওভারের উপর যান চলাচল বিঘ্নিত হয়ে জটের সৃষ্টি হয়।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাসেল শিকদার সাংবাদিকদের বলেন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ১২ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসে যাত্রী ছিলেন। তবে আগুনে লাগার সঙ্গে সঙ্গে তারা নেমে যান। এ পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিডি২৪লাইভ/এআইআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: