২০ কিলোমিটারের অধিক গতিতে গাড়ি না চালানোর নির্দেশ

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৭, ০১:০৪ পিএম

রাজধানীর আবাসিক এলাকা ও ভিআইপি এলাকায় দুর্ঘটনা ও বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত ১০টার পর ২০ কিলোমিটারের অধিক গতিতে গাড়ি না চালানোর আদেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে আদালত যে সমস্ত কারখানা হাইড্রোলিক হর্ন উৎপাদনের সঙ্গে জড়িত বা বন্ধ করতেও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মাদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আদেশ দেন।

এ বিষয়ে আদালতে একটি সম্পুরক আবেদন করেন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরসেদ। পরে আদালত এ বিষয়ে শুনানি করে এ বিষয়ে আদেশ দেন।

পরে আদালত থেকে বেরিয়ে মনজিল মোরসেদ বলেন, আদালত এ বিষয়ে আগেও কিছু নির্দেশনা দিয়েছেন। জনস্বার্থে আমরা মামলাটি করেছিলাম। আদালত এ বিষয়ে শুনানি করে আদেশ দিলেন। 

বিডি২৪লাইভ/এএইচআর
 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: