জামিন হলেও মুক্তি পাচ্ছেন না আপন জুয়েলার্সের ৩ মালিক

প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০১৭, ০১:৫৮ পিএম

মানি লন্ডারিং মামলায় শুল্ক গোয়েন্দাদের দায়ের করা তিন মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তাদের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা ছিলো।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এ বিষয়ে আদালতের রুল শুনানি শেষে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের হাইকোর্ট বেঞ্চ তাদেরকে জামিন দেন। একই সঙ্গে, বাকি দুই মামলার বিষয়ে আাগমী জানুয়ারি মাসের ২৬ তারিখ পরবর্তী আদেশের জন্য রাখা হয়েছে। বাকি দুই মামলায় জামিন না হওয়াই আপাতত মুক্তি মিলছে না মালিকদের।

আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ফরহাদ আহমেদ ও সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। 

চলতি বছরের ২২ নভেম্বর পাঁচ মামলায় আপন জুয়েলার্সের তিন মালিককে কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। দুই সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছিলো সরকারকে।

জবাবের পর শুনানি শেষে আজ আদেশের জন্য মামলাটি ছিলো। দুপুরে আদালত তাদেরকে জামিন মঞ্জুর করেছেন। গত মে মাসের শেষ দিকে আপন জুয়েলার্সের বিভিন্ন শো-রুম থেকে ১৫ দশমিক ৩ মণ সোনা এবং ৭ হাজার ৩৬৯টি হীরার অলঙ্কার জব্দ করে বাংলাদেশ ব্যাংকে পাঠায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

অনুসন্ধান শেষে গত ১২ আগস্ট আপন জুয়েলার্সের মালিক তিন ভাই দিলদার আহমেদ, গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধে মুদ্রাপাচারসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর গুলশান, ধানমন্ডি, রমনা ও উত্তরা থানায় পাঁচটি মামলা করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। এর বিরুদ্ধে হাইকোর্টে পাঁচ মামলায় জামিন আবেদন করেন তিন ভাই।

 

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: