নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ৫৯ নেতাকর্মী আটক

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭, ০২:৩৪ পিএম

এম.শাহীন গোলদার,
সাতক্ষীরা থেকে:

সাতক্ষীরা জেলা কর্মপরিষদ সদস্য ও নাশকতা মামলার আসামি জামায়াত নেতা মাওলানা আব্দুল বারীকে(৫৫) আটক করেছে গোয়েন্দা পুলিশ। মাওলানা আব্দুল বারী ওয়ারি গ্রামের মৃত হোসেন আলি সরদারের ছেলে। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) গভীর রাতে সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

এ ছাড়া পুলিশ জেলাব্যাপী অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ২৬ নেতা-কর্মীসহ ৫৯ আটক করেছে বলে জানিয়েছে জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান। তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ তার নিজ বাড়ি থেকে আটক করেছে। তার বিরুদ্ধে নাশকতার তিনটি মামলা রয়েছে।

উল্লেখ্য, মাওলানা আব্দুল বারী যুদ্ধাপরাধী মামলার আটক জামায়াত নেতা আব্দুল খালেক মন্ডলের জামাতা।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: