টয়লেট সম্পর্কে অজানা যত তথ্য!

প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৭, ০২:৩৮ পিএম

টয়লেট নিয়ে এমন অনেক তথ্য রয়েছে যা আমাদের অনেকেরই জানা নেই। অথচ এমন একটি জিনিস আমরা দিনরাত ব্যবহার করে চলেছি নিজেদের প্রয়োজনে। রানি এলিজাবেথের রাজ্যপাঠের সদস্য স্যার জন হ্যারিংটনের ভাবনাপ্রসূত হল বর্তমান যুগের ‘ফ্ল্যাশ টয়লেট’।

১৫৯৬ সালে এই ধরনের টয়লেটের ব্যবহার শুরু হয়। তবে ১৭৭৫ সালে আলেকজান্ডার কামিং নামে এক ইংরেজ ফ্ল্যাশ টয়লেটের সংস্কার করে একে নতুন রূপ দেন। তিনিই সর্বপ্রথম ফ্ল্যাশ টয়লেটের পেটেন্ট নিজের নামে নেন। তিনি একটি 'S' আকারের ভালভ তৈরি করেন যা টয়লেটে দুর্গন্ধ দূর রাখতে সাহায্য করে।

* আর্থার গিবিলান প্রথম ফ্লাশেবল টয়লেট আবিষ্কৃত করেন বলে বিশ্বাস করা হয়।

* ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন দ্বারা সংগৃহীত তথ্য অনুযায়ী, বিশ্বের ১ বিলিয়ন মানুষ খোলা টয়লেট ব্যবহার করেন।

* স্মার্টফোন বা ট্যাবলেটে যে পরিমাণ নোংরা ও জীবাণু থাকে, টয়লেটে তার তুলনায় অনেক কম জীবাণু থাকে বলে জানা গিয়েছে।

* প্রত্যেকবার ফ্ল্যাশে অন্তত ২৬ লিটার করে জল খরচ হয়।

* ১৭৩৯ সালে প্যারিসে প্রথমবার পুরুষ ও মহিলাদের জন্য আলাদা টয়লেটের ব্যবস্থা করা হয়েছিল। তখন থেকেই এই ভাবনার প্রচলন হয়।

* ওয়ার্ল্ড টয়লেট অর্গানাইজেশন ১৯ নভেম্বর ২০০১ সালে প্রতিষ্ঠিত হয় এবং এই দিনে প্রতি বছর বিশ্ব টয়লেট দিবস পালিত হয়।

* টয়লেটে দুর্ঘটনা ঘটে। কিং জর্জ দ্বিতীয় এমনকি ১৭৬০ সালে এক পতিত মারা যান। প্রায় ৪০,০০০ আমেরিকান টয়লেট প্রতি বছর ক্ষতিগ্রস্ত হয়।

* ৬শ শতাব্দীতে চীনে টয়লেট পেপার উদ্ভাবন করা হয়েছে।

* চীনারা প্রথম কুকুরদের জন্য পাবলিক টয়লেট বানিয়েছে।

* বাথরুম যুক্তরাজ্যের ৭০% দম্পতির মধ্যে বিতর্কের একটি কারণ।

* টয়লেট থেকে বেরনোর পরে ৭৭ শতাংশ পুরুষ হাত ধোয়। যেখানে মহিলাদের সংখ্যা শতকরা হারে ৯৩ জন।

* সাধারণ ধারণা হল, মেয়েরা বাথরুমে ঢুকলে বের হতে চান না। তবে সমীক্ষা রিপোর্টে দেখা যাচ্ছে, মহিলাদের তুলনায় পুরুষরা বেশি সময় টয়লেটে কাটান।

* একটি টয়লেট সীটের তুলনায় রান্নাঘরের সবজি কাটা বোর্ডে প্রায় ২০০% বেশি ভিসি ব্যাকটেরিয়া থাকে।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: