এই প্রথম রাজাকার হলেন নিশো

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৭, ০৬:১৬ পিএম

‘আফরান নিশো’ নামই যার বিশেষণ। নাটকে প্রতিনিয়তই ভিন্ন ভিন্ন চরিত্র নিয়ে হাজির হন দর্শকদের সামনে। এবার আরো এক নতুন চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসছেন এই অভিনেতা। প্রথম রাজাকার চরিত্রে অভিনয় করলেন আফরান নিশো।

মনসুর রহমান চঞ্চলের রচনায় কৌশিক শংকর দাশের পরিচালনায় নির্মিত হলো মুক্তিযুদ্ধভিত্তিক নাটক ‘সমর্পণ’। বিজয় দিবসের বিশেষ নাটক হিসেবে প্রচারিত হবে নাটকটি।

নাটকটি নিয়ে নির্মাতা কৌশিক শংকর দাস বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করা কঠিন মনে হয় আমার। সেই সময়টা তুলে আনা খুব কঠিন। তাছাড়া গল্পের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে। তাই বেশি নাটক করিনি। এই নিয়ে মাত্র তিনটা।’

তিনি আরো জানান, ‘নাটকে প্রথমবারের মতো রাজাকার চরিত্রে অভিনয় করলেন আফরান নিশো। নাটকে তার চরিত্রটির নাম ফোরকান।’

অন্যদিকে ফোরকানের স্ত্রী চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া খানম। বিশেষ একটি চরিত্রে দেখা দেবেন রিমি করিম। ১৬ ডিসেম্বর রাত ৮ টায় আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

বিডি২৪লাইভ/আরআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: