অধিনায়ক হিসাবে প্রথম রেকর্ড স্মিথের

প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০১৭, ০৬:৩৫ পিএম

স্টিভেন স্মিথের টেস্ট অভিষেক ২০১০ সালের জুলাইয়ে পাকিস্তানের বিপক্ষে। স্মিথ অধিনায়ক হওয়ার পর অবিশ্বাস্য রকমের ব্যাটিং করছেন। স্টিভেন স্মিথ তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন।

শনিবার (১৬ ডিসেম্বর)পার্থে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টে ডাবল সেঞ্চুরি তুলে নেন। টেস্ট ক্যারিয়ারে এটা তার দ্বিতীয় ডাবল সেঞ্চুরি হলেও অধিনায়ক হিসেবে তার প্রথম ডাবল সেঞ্চুরি।

এর আগে ২০১৫ সালে এই ইংল্যান্ডের বিপক্ষেই লর্ডসে ডাবল সেঞ্চুরি করেছিলেন স্মিথ। আজ তার ইনিংসটিকে আর কতদূর টেনে নিতে পারেন দেখার বিষয়।

বিডি২৪লাইভ/ইম

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: