ফেব্রুয়ারিতে ডিএনসিসির উপ-নির্বাচন 

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৭, ০১:৩৫ পিএম

ঢাকা উত্তর সিটি করপোরেশন তফসিল জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে এবং ভোটগ্রহণ করা হবে ফেব্রুয়ারির শেষ সপ্তাহে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।

রাজধানীর আগারগাঁওস্থ নির্বাচন ভবনে রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

তিনি আরও বলেন, যেহেতু ঢাকা উত্তর সিটি করপোরেশনে উপ-নির্বাচনে কোনো জটিলতা নেই। তাই কমিশন জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে তফসিল এবং ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভোটগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। মেয়র পদে উপ-নির্বাচন, উত্তর সিটিতে সংযুক্ত নতুন ১৮ ওয়ার্ডে কাউন্সিলর ও ৬ ওয়ার্ডে সংরক্ষিত এবং ঢাকা দক্ষিণ সিটির সাথে সংযুক্ত ১৮টি কাউন্সিলর ও ৬টি সংরক্ষিত ওয়ার্ডের জন্য তিনটি আলাদা আলাদা তফসিল ঘোষণা করা হবে।

একই দিন তফসিল তিনটি একদিনেই ঘোষণা করা হবে এবং একই দিনে ভোট হবে। নতুন ওয়ার্ডের মেয়াদ বর্তমান পরিষদের মেয়াদের সমান হবে বলেও জানান সচিব।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: