দেশের মানুষ নিদারুণ কষ্টে আছে: খালেদা

প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০১৭, ১১:৫৫ পিএম

দেশের খাদ্য পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে পোস্ট দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে আছে।

রোববার (১৭ ডিসেম্বর) এক টুইট বার্তায় তিনি এসব কথা বলেন।

খালেদা জিয়া বলেন, এক দশক ধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে এখন তা জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

টুইট বার্তায় তিনি বলেন, একটি সমীক্ষা বলছে, দেশের পাঁচ কোটির ওপর মানুষ খাদ্য-বঞ্চিত। প্রকৃত চিত্র আরো ভয়াবহ। এক দশকধরে চাল-ডাল-পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ও বিদ্যুৎ-গ্যাসের মূল্য বেড়ে জনগণের ক্রয়ক্ষমতার বাইরে এখন। উন্নয়ন কথামালায় থাকলেও, বাস্তবে মানুষ নিদারুণ কষ্টে, তারা মুক্তি চায়।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: