ধূমপান করলে কি অজু নষ্ট হয়?

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৭, ০৭:০১ পিএম

নামাজ, রোজা, হজ, জাকাত, পরিবার, সমাজসহ জীবনঘনিষ্ঠ ইসলামবিষয়ক প্রশ্নোত্তর অনুষ্ঠান ‘আপনার জিজ্ঞাসা’। জয়নুল আবেদীন আজাদের উপস্থাপনায় বেসরকারী একটি টেলিভিশনে জনপ্রিয় অনুষ্ঠানে দ‍র্শকের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিশিষ্ট আলেম ড. মুহাম্মদ সাইফুল্লাহ।

বিশেষ আপনার জিজ্ঞাসার ৫২৩ পর্বে প্রশ্ন ধূমপান করলে অজু নষ্ট হয় কি না, সে সম্পর্কে বাগেরহাট থেকে টেলিফোনে জানতে চেয়েছেন রুহুল আমিন খান। অনুলিখনে ছিলেন জহুরা সুলতানা।

প্রশ্ন : ধূমপান করলে কি অজু নষ্ট হয়?

উত্তর : এই ভাইয়ের আসলে ধূমপান করা জায়েজ কি না, এই উত্তর জানার পর এই প্রশ্নে আসা উচিত ছিল। ধূমপান করা হারাম কাজ। এই হারাম কাজে নিজেকে লিপ্ত করবেন না, সতর্ক হয়ে যান, এটি স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।

আপনি যে প্রশ্ন করেছেন তার উত্তর হচ্ছে, ধূমপান করলে অজু নষ্ট হয় না। সুত্র: এনটিভি।

 

বিডি২৪লাইভ/এমআই

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: