মোনাজাতের কারণে বন্ধ থাকবে যেসব রাস্তা 

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০১৮, ১০:৫৩ এএম

তুরাগ তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমা প্রথম ভাগের শেষ দিন আজ। বেলা ১০টা ৪০ মিনিটে শুরু হওয়া আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ৫৩তম ইজতেমার প্রথম পর্ব।

আখেরি মোনাজাত উপলক্ষে শনিবার মধ্যরাত থেকেই ওই এলাকার কয়েকটি রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

এ ব্যাপারে গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, আখেরি মোনাজাত উপলক্ষে বাড়তি নিরাপত্তা নেয়া হয়েছে। এ জন্য আজ মধ্যরাত থেকে আখেরি মোনাজাত শেষ না হওয়া পর্যন্ত টঙ্গী থেকে গাজীপুর চৌরাস্তা, পূবাইলের মিরেরবাজার ও আশুলিয়ার আবদুল্লাহপুরে যান চলাচল বন্ধ থাকবে।

আখেরি মোনাজাত শেষ হওয়ার পর ওই রাস্তাগুলোর যান চলাচলের জন্য খুলে দেয়া হবে বলেও জানান তিনি।

আগামী ১৯ জানুয়ারি শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: