প্রচ্ছদ / জেলার খবর / বিস্তারিত
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার
‘সরকার ক্রীড়ার মান উন্নয়নে কাজ করছে’
১৪ জানুয়ারি, ২০১৮ ১৫:১৫:০০

মনিরুল ইসলাম সিদ্দিকী,
মাগুরা থেকে:
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, শেখ হাসিনার সরকার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়ার মান উন্নয়ন ও খেলোয়াড় সৃষ্টির জন্য সকল ব্যবস্থা গ্রহণ করেছেন। যে কারণে আমাদের দেশের খেলোয়াড়রা বিদেশে ক্রিকেট খেলে সুনাম অর্জন করছে। তিনি রবিবার (১৪ জানুয়ারি) মাগুরা সদর উপজেলার আমুড়িয়া হাইস্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দানকালে এ কথা বলেন।
আমুড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তৃতা করেন। প্রতিযোগিতায় ২০টি ইভেন্টে বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
বিডি২৪লাইভ/এইচকে
বিডি টুয়েন্টিফোর লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
© 2016 BD24Live.com - Developed by Primex Systems
পাঠকের মতামত: