নিউমার্কেটের ভেতরে গাড়ি পার্কিংয়ে নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৮, ০১:৪৭ পিএম

নিউমার্কেটের ভেতর সব ধরনের গাড়ি পার্কিং না করতে আদেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (১৫ জানুয়ারি) এ বিষয়ে দায়ের করা এক রিট আবেদনের শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম আলতফ হোসেন। অপরদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস। জনস্বার্থে রিট আবেদনটি দায়ের করেছিলেন ইমতিয়াজ আহমেদ।

নিউ মার্কেটের ভেতরে গাড়ি প্রবেশে বাধা দিতে প্রসাশনের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। ঢাকা সিটি করপোরেশেনর প্রধান নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্টদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: