তামিম ঝড়ে টাইগারদের সহজ জয়

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০১৮, ০৬:০১ পিএম

ত্রিদেশীয় সিরিজে প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। সোমবার (১৫ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে এ সিদ্ধান্ত নেন মাশরাফি বিন মর্তুজা (ম্যাশ)। নির্ধারিত ৫০ ওভারের আগেই ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ১৭০ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। এই সহজ লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। তিন বছর পর ওয়ানডে খেলতে নেমেছিলেন এনামুল হক বিজয়। তবে শুরুটা ভালোই করেছিলেন বিজয়। মুখোমুখি প্রথম বলেই চার হাঁকিয়ে রানের খাতা খুলেন তিনি। এরপর আরো তিনটি দারুণ চার মারেন। কিন্তু ইনিংস বড় করতে পারেননি। চতুর্থ ওভারে স্পিনার সিকান্দার রাজার শেষ বলে ছক্কা হাঁকাতে গিয়ে ডিপ স্কয়ার লেগে ক্রেইগ আরভিনকে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটসম্যান। সাজঘরে ফেরার আগে ১৪ বলে ১৯ রান করেন তিনি। এনামুল হক বিজয়ের বিদায়ের পর বাংলাদেশকে এগিয়ে নিচ্ছিলেন তামিম ইকবাল ও সাকিব আল হাসান। এরপর সিকান্দার রাজার বলে শট খেলতে গিয়ে সরাসরি বল আঘাত হানে সাকিবের প্যাডে। জিম্বাবুয়ের খেলোয়াড়দের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার। তবে জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমার চান রিভিউ। তাতেই সাজঘরে ফিরে যায় ফেরার আগে  ৪৬ বলে ৫টি চারে ৩৭ রান করেন তিনি। এরপর মুশফিককে সাথে নিয়ে ৯৩ বলে ৮৪ রানের ঝড়ো  ইনিংস খেলে জয় নিয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল।

টস জিতে ফিল্ডিংয়ে নেমে  শুরুতেই সাকিবের হাতে বল তুলে দেন মাশরাফি বিন মর্তুজা। বল হাতে পেয়ে প্রথম ওভারেই জিম্বাবুয়ের দুই উইকেট শিকার করেন এই বা-হাতি অলরাউন্ডার। পরপর দুই উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় জিম্বাবুয়ে। এরপর ব্রেন্ডন টেইলরকে নিয়ে মাসাকাদজা নতুন করে জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু এই জুটি বেশি দীর্ঘ হতে দেননি মাশরাফি। নিজের দ্বিতীয় ওভারে মাসাকাদাকে ক্যাচ আউট করে ভেঙ্গে দেন জুটি। এরপর মুস্তাফিজের বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন ব্রেন্ডন টেলর আউট হওয়ার আগে করে ২৪ রান।  ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে সফরকারী জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং করার সময় স্লিপে পাঁচ জন খেলোয়াড় দাঁড় করালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। অপর দিকে স্লিপে সাব্বির রহমানের হাতে ক্যাচ দেন ওয়ালার। দুইবার জীবন পেয়েও ইনিংস বড় করতে পারেননি ওয়ালার€। নিজের নামের  পাশে ১৩ রান যোগ করে সাজঘরে ফিরে যান তিনি। সতীর্থদের ব্যর্থতার দিনে একাই লড়ছেন সিকান্দার রাজা। তুলে নিলেন ওয়ানডে ক্যারিয়ারের নবম ফিফটি। সিকান্দার রাজার এই লড়াকু ইনিংস থেমেছে রান আউটে সাজঘরে ফিরে। ৯৯ বলে ৫২ রান করেন তিনি। তারপরই পরপর দুই বলে দুই উইকেট নিয়েছেন রুবেল হোসেন। দুটিই বোল্ড করেন তিনি। পিটার মুরের (৩৩) পর বোল্ড হয়েছেন টেন্ডাই চাতারা। এই দুই উইকেট নেওয়া মধ্যে দিয়ে মাশরাফির পর বাংলাদেশের দ্বিতীয় পেসার হিসেবে একশ ওয়ানডে উইকেটের স্বাদ পেলেন রুবেল।

সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ১৭১/২ (২৮.৩ ওভার)
ব্যাটিং
তামিমঃ৮৪*
মুশফিকঃ১৪*
টার্গেটঃ১৭১
জিম্বাবুয়েঃ১৭০/১০ (৪৯ ওভার)
রাজাঃ ৫২(৯৯)
মোরঃ ৩৩(৫৮)

বোলিং
সাকিবঃ ৩/৪৩
মুস্তাফিজঃ ২/২৯

বাংলাদেশএকাদশ: তামিম ইকবাল, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, সানজামুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন।

জিম্বাবুয়ে একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সলোমন মিরে, পিটার মুর (উইকেটরক্ষক), ক্রেইগ আরভিন, সিকান্দার রাজা, টেন্ডাই চিসোরো, টেন্ডাই সাতারা, গ্রায়েম ক্রেমার (অধিনায়ক), কাইল জারভিস, ক্রিস এমপোফু, ব্রান্ডন মাভুতা।

বিডি২৪লাইভ/আইএইচ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: