ভ্রাম্যমাণ আদালত চলবে: আপিল বিভাগ  

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৮, ০১:৪৪ পিএম

নির্বাহী ম্যাজিস্টেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে তিনটি লিভ টু আপিল গ্রহন করেছেন আদালত। একইসাথে আগামী ১৩ ফেব্রুয়ারি এসব আপিলের ওপর শুনানির জন্য দিন নির্ধারণ করেছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দায়িত্বরত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্‌হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন। আজ আদালতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে শুনানী করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম।

অঅদালত সুত্রে জানা গেছে, আদালত নির্বাহী হাকিম দিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সরকার পক্ষের তিনটি লিভ মঞ্জুর করেছেন। এবং আগামী ১৩ ফেব্রুয়ারি শুনানীর জন্য তারিখ নির্ধারণ করেছেন। তিনি বলেন, এসব আপিল নিষ্পত্তি না হওয়া পর্যিন্ত হাইকোর্টের রায় স্থগিত থাকবে। এছাড়া তিন সপ্তাহের মধ্যে আপিলের সার সংক্ষেপ জমা দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।

বিডি২৪লাইভ/এসআই/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: