বুড়িমারী স্থলবন্দরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০১৮, ০৫:২৩ পিএম

অবৈধ পাথর ভাঙ্গা মেশিন ও পরিবেশ দূষণ রোধে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকালে বুড়িমারী স্থলবন্দর এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। 

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর কুতুবুল আলমের নের্তৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬টি পাথর ভাঙ্গা মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। 

পরিবেশ দূষণের কারণে চার মেশিন মালিককে পরিবেশ আইনে ৮৫ হাজার টাকা জরিমানা করা হয়। মেশিন মালিকরা হলেন- রেজাউল করিম ১০ হাজার, হারুন ২৫ হাজার, হারুনুর রশিদ ২৫ হাজার, সাজ্জাদ হোসেনকে ২৫ হাজার।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: