শ্রীলঙ্কার মুখোমুখি জিম্বাবুয়ে

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০১৮, ১১:০৫ এএম

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে দুপর ১২ টায় মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও হাতুরুর শীলঙ্কা। অন্যদিকে শ্রীলঙ্কার দলের নতুন কোচ চন্ডিকা হাথুরুসিংহের প্রথম অ্যাসাইনমেন্ট এই ত্রিদেশীয় সিরিজ। জয়ের জন্য মুখিয়ে আছেন হাতুরু। লঙ্কা জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে চায়।

অবশ্য লঙ্কার বিপক্ষে সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের সিরিজ জয়ের সুখস্মৃতি আছে। ছয় মাস আগে তারা লঙ্কার মাঠে ২-১ ব্যবধানে পিছিয়ে পরেও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছিল। তাছাড়া ঢাকার মাঠে উভয় দলই খেলে অভ্যস্ত। সুতরাং শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলে ঘুরে দাঁড়াতে প্রস্তুত হিথ স্ট্রিকের শিষ্যরা।

সাম্প্রতিক লঙ্কার বিপক্ষে জিম্বাবুয়ে সিরিজ জিতলেও সামগ্রিকভাবে মুখোমুখি লড়াইয়ে তারা পিছিয়ে। ১৯৯২ সাল থেকে এ পর্যন্ত ৫৫টি ওয়ানডেতে মুখোমুখি হয়েছে দুই দল। তার মধ্যে লঙ্কা জিতেছে ৪৩টি তে। অন্যদিকে জিম্বাবুয়ের জয় মাত্র ১০টিতে। ২টি ম্যাচে কোনো ফল হয়নি।

ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: