আইভীকে দেখতে হাসপাতালে গিয়ে যা বললেন ওবায়দুল কাদের

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০১৮, ১১:৪৭ এএম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভিকে দেখতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে গেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় চিকিৎসাধীন মেয়র আইভীর শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন।

নারায়ণগঞ্জের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন, ব্যবস্থা নেবেন কী না? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি এখন কিছু বলবো না।’

মেয়র সেলিনা হায়াৎ আইভির সম্পর্কে বলেন, ‘মাইনর একটা স্ট্রোক করেছে। এখন আউট অব ডেঞ্জার। চার-পাঁচদিন পর্যবেক্ষণে থাকতে হবে।’

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে হকার উচ্ছেদ অভিযান নিয়ে গত মঙ্গলবার সংঘর্ষের পর আইভী-শামীম দু’জনকেই ঢাকায় তলব করার কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের। তবে এর আগেই গতকাল (বৃহস্পতিবার) বিকেল ৪টার দিকে নারায়ণগঞ্জ নগর ভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মেয়র আইভী। পরে তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে তিনি ল্যাবএইড হাসপাতালে ভর্তি রয়েছেন।

বিডি২৪লাইভ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: