সিরিয়ায় তুর্কি বাহিনীর হামলা শুরু

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০১৮, ০৮:৩৮ এএম

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী নুরুদ্দিন জানিকলি বলেছেন, সিরিয়ার কুর্দি গেরিলা নিয়ন্ত্রিত আফরিন এলাকায় হামলা শুরু হয়েছে। ওই এলাকা লক্ষ্য করে কামানের গোলা নিক্ষেপ করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।

তিনি বলেছেন, এখনও কোনো তুর্কি সেনা সেখানে প্রবেশ করেনি, এখন কেবল দূর থেকে কামানের গোলা বর্ষণ করা হচ্ছে। খুব শিগগিরই সেখানে তুর্কি সেনাবাহিনী প্রবেশ করবে বলে তিনি জানিয়েছেন। এছাড়া রাশিয়া, সিরিয়ার আফরিন এলাকা থেকে তাদের সেনাদের সরিয়ে নিয়েছে।

কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজি তুর্কি প্রতিরক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করে বলেছে, তুরস্ক গত মধ্যরাত থেকে কামানের গোলা বর্ষণ শুরু করেছে। কয়েকটি গ্রামে গোলা আঘাত হেনেছে বলে তারা জানিয়েছে।

এর আগে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এর্দোগান কুর্দি গেরিলাদেরকে আত্মসমর্পনের আহ্বান জনিয়েছেন। তুরস্ক বলছে, সিরিয়ার কুর্দি গেরিলারা তুরস্কের জন্য ক্রমেই বড় ধরনের হুমকিতে পরিণত হচ্ছে। পার্সটুডে

বিডি২৪লাইভ/এএইচআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: