শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ০৭:৩২ পিএম

মাসুদ রেজা শিশির, পাংশা (রাজবাড়ী) থেকে: রাজবাড়ীর পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রোববার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পাংশা উপজেলা বিএনপির কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আশরাফুল ইসলাম মিয়া, সাংগঠনিক সম্পাদক সামসুল আলম আকুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শওকত আলী সরদার, ফজলুল হক টুকু, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান, সিরাজুল ইসলাম পেনু, জহিরুল আলম মুরাদ, আরিফুল ইসলাম টিপু, আব্দুস সালাম, এম,এ জিন্নাহ, আব্দুল কুদ্দুস, কামরুজ্জামান ফিরোজ, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম,ফরিদ হাসান, ফরিদ সরদার, শফিউল্লাহ, নাসির উদ্দিন মাসিম, সজীব রাজা, শামীম আহম্মেদ রুবেল, সালাউদ্দিন আহম্মেদ, কাজী রাজীব প্রমূখ।

সভাপতির বক্তব্যে নাসিরুল হক সাবু বলেন, বাংলাদেশকে নিয়ে সরকার এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত। ৫ জানুয়ারির মত আর একটি নির্বাচন করার মত নীল নকশা বাস্তবায়নের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়ার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান। এসময় ইউনিয়ন, পৌর, উপজেলা সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/এইচকে

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: