অবশেষে জয়ের দেখা পেল হাথুরুর শ্রীলঙ্কা

প্রকাশিত: ২১ জানুয়ারি ২০১৮, ০৮:৫৯ পিএম

ত্রিদেশীয় সিরিজের প্রথম দুই ম্যাচ হেরেছে শ্রীলঙ্কা। অন্যদিকে একটি ম্যাচে জয় পেয়েছে জিম্বাবুয়ে। আজ নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামে জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৪৪ ওভারে ১৯৮ রান করেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। যার ফলে জয়ের জন্য লঙ্কানদের সামনে ১৯৯ রানের সহজ লক্ষ্য।

১৯৯ রানের লক্ষ্যেও হামাগুড়ি দিয়ে এগোতে হয়েছে হাথুরুসিংহের দলকে। ১৪৫ রানে ৫ উইকটে খুইয়ে একটা পর্যায়ে তো পরাজয়ের দুর্ভাবনাও পেয়ে বসেছিল তাদের।

তবে শেষ পর্যন্ত দিনেশ চান্দিমালের ক্যাপ্টেনস নক আর থিসারা পেরেরার ঝড়ো ব্যাটিংয়ে ৩১ বল হাতে রেখে জিতেছে লঙ্কানরা। ২৬ বলে ১ বাউন্ডারি আর ৩টি ছক্কায় ৩৯ রানে অপরাজিত ছিলেন থিসারা। সঙ্গে ধৈর্য্যশীল চান্দিমাল ৭১ বলে ৩৮ রান করে বিজয়ীর বেশে মাঠ ছেড়েছেন।

শুরুটা খুব একটা খারাপ হয়নি শ্রীলঙ্কার। উপুল থারাঙ্গা ১৭ করে ফিরলেও কুশল পেরেরার ব্যাটে ভালোভাবেই এগিয়ে যাচ্ছিল দলটি। কিন্তু কুশল পেরেরা ৪৯ করে আউট হওয়ার পরই যেন শনির দশা লেগেছে তাদের। এরপর খুব দ্রুত কয়েকটি উইকেট খুইয়েছে চান্দিমালের দল।

৩৬ রানে ফিরেছেন কুশল মেন্ডিস। এরপর নিরোশান ডিকভেলা (৭) আর দাসুন গুনারত্নের (৯) দ্রুত প্রস্থানে কেঁপে উঠেছিল লঙ্কান শিবির। শেষ পর্যন্ত ৫৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে সব শঙ্কা দূর করে দিয়েছেন থিসারা পেরেরা আর দিনেশ চান্দিমাল।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: