কাঁচা মাছ খেলে কি হয় জানেন?

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৮, ০৯:১৪ এএম

মাছে ভাতে বাঙালি। এই প্রবাদটা সেই ছোট কাল থেকে শুনে আসছেন। বড় হয়েও বুঝতে পারছেন মাছ ছাড়া মুখে ভাতই উঠে না। যদি আপনার এমনই অবস্থা হয়। তাহলে এখনি একটু সাবধানতা অবলম্বণ করুন। কেননা, কারণটা জানলে আপনি চমকে যেতে পারেন। মাছ খাওয়ার লোভ সামাল দিতে না পারলে এক ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে চলেছেন৷ খবর কলকাতা টুয়েন্টিফোর।

আপনার খাদ্য তালিকায় প্রতিদিন যদি কাঁচা মাছ থাকে তবে বিপদ প্রায় নিশ্চিত৷ এই খাদ্যাভ্যাসে আপনার শরীরের বাসা বাঁধবে এক শ্রেণিরর কৃমি কীট৷ যা আসতে আসতে ছড়িয়ে পড়বে আপনার দেহের সর্বত্র৷ এটা পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং মস্তিষ্কে আক্রমণ করে৷

সম্প্রতি এক অসুস্থ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকের পেট থেক বেরিয়েছে টেপওয়ার্ম বা ফিতা কৃমি৷ এই ধরনের কৃমি শরীরে বাসা বাঁধলে রক্ষা নেই৷ 

জানা গেছে, অসুস্থ ওই ব্যক্তির প্রতিদিনের খাদ্য তালিকায় ছিল কাঁচা মাছ৷ অসুস্থ হয়ে পড়লে একদিন ধরা পড়ল তার শরীরে বাসা বেঁধেছে টেপওয়ার্ম বা ফিতা কৃমি৷ ওই ব্যক্তি তার মলত্যাগের সময় এই কৃমির অস্তিত্ব বুঝতে পারেন৷ প্রাথমিকভাবে চিকিৎসকরা বিষয়টি বুঝতে পারেননি৷ পরে অবশ্য তারা চমকে যান৷

এক গবেষণায় উঠে এসেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক ক্যালিফোর্নিয়ার বসিন্দা ওই ব্যক্তি প্রতিদিন মাছ খেতেন৷ কাঁচা মাছে জন্ম নেওয়া কৃমি তার শরীরে বাসা বেধেছিল৷ এরপরে তা ক্রমাগত ভাবে বাড়তে থাকে৷ একটি সময় পরে সেটি পাঁচ ফুট পর্যন্ত লম্বা হয়ে যায়৷

তাই সবাই সাবধান হোন। যারা কাঁচা মাছ খেয়ে থাকেন তাদের শরীরে এই টেপওয়ার্ম বা ফিতা কৃমি জন্ম নেয়৷ পরে অসংখ্য কৃমি ছড়িয়ে পড়ে দেহে৷ তারপর ওই কৃমি দলবদ্ধ ভাবে আক্রমণ করে লিভার, ফুসফুস, চোখ ও মস্তিষ্কে৷ শরীরের এই অংশ ফিতা কৃমির অতি প্রিয় খাদ্য৷ কৃমিরে এই আক্রমণের ফলে এক সময় দেহ অকেজো হয়ে যায়৷ তখন আর মৃত্যু ছাড়া কোনো উপায় থাকে না।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: