বাকৃবিতে সরস্বতী পূজা উদযাপিত

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৮, ০৩:২২ পিএম

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২২ জানুয়ারি) দেবী সরস্বতীর চরণে পুষ্পাঞ্জলি প্রদান, আলোচনা অনুষ্ঠান, প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটিকার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির কমিটি ও সনাতন সংঘ।

পুষ্পাঞ্জলি শেষে আলোচনা সভায় মন্দির কমিটির সভাপতি অধ্যাপক ড. সুবাস চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জসিমউদ্দিন খান, ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. সচ্চিদানন্দ দাস চৌধুরী।
&dquote;&dquote;
 
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, শিক্ষক সমিতির সভাপতি, গণতান্ত্রিক শিক্ষক ফোরামের সভাপতি, সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: