আলভেজের লাল কার্ডের দিনে হেরেছে নেইমারের পিএসজি

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০১৮, ০৫:১১ পিএম

ফ্রেন্স লিগ ওয়ানে দিনটি পিএসজির ছিলই না। খুবই বাজে দিন গেছে তাদের। না হয় লিওর মাঠে হারতেই হলো তাদের! পার্ক অলেম্পিক লিও মাঠে অতিথি পিএসজিকে ২-১ গোলে হারের স্বাদ উপহার দিয়েছে লিও। নেইমারের ইঞ্জুরির কারণে দলে ছিলেন না তিনি আর দানি আলভেসও পড়েছেন লাল কার্ডের খাড়ায়।

ম্যাচের দুই মিনিটেই অতিথিদের জালে বল জড়ান লিও'র ফেকির। আর সেটা পরিশোধ করেন কুরযাওয়া। তবে পরিশোধ করেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ের তিন মিনিটের সময়। ফলে ১-১ এর সমতাতেই বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয় আর্ধের ৫৭ মিনিটেই লালকার্ড দেখে বসেন দানি আলভেজ। তারপর ১০ জনের দল নিয়েই লড়াই চালিয়ে যেতে থাকে পিএসজি। কিন্তু ডি মারিয়া, কাভানি কিংবা এমবাপ্পে গোলের দেখা পাননি। উল্টো দ্বিতীয় আর্ধের অতিরিক্ত সময়ে গোল করে দেপায় দলকে জয় উপহার দেয়।

পুরো ম্যাচজুড়েই পিএসজির আধিপত্য ছিল। তবুও তারা জয় পায়নি। পিএসজির পায়ে বল ছিল ৬৩% আর লিওর পায়ে ৩৭%।

বিডি২৪লাইভ/আইএইচ/এমআর

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: