সিরাজগঞ্জে সিএইচসিপিদের অবস্থান কর্মসূচি

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০১৮, ০৪:২৩ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচি গ্রহণ করে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)।

টানা তিনদিন স্ব-স্ব উপজেলায় অবস্থান ধর্মঘটের পর চতুর্থদিন মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সিভিল সার্জনের কার্যালয়ের সামনে চাকরি স্থায়ীকরণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি) অবস্থান কর্মসূচি পালন করছে। 

অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, সিএইচসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য আশরাফুল আলম রানা, জেলা সিএইচসিপির সভাপতি মাহমুদুল হক, সাধারণ সম্পাদক সিফাত আহমেদ খান প্রমুখ। 

এ সময় বক্তারা বলেন, সারাদেশের প্রায় ১৪ হাজার সিএইচসিপি কমিউনিটি ক্লিনিকে নিরলস পরিশ্রমের মাধ্যমে স্বাস্থ্য সেবা দিয়ে সরকারের ভিশন বাস্তবায়ন করছে। অথচ সরকার সিএইচসিপিদের চাকরি জাতীয়করণে পদক্ষেপ গ্রহণ করছে না। হাইকোর্ট চাকরি স্থায়ীকরণে সরকারকে পদক্ষেপের জন্য রায় দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। 

এ অবস্থায় সিএইচসিপিরা স্বাস্থ্য সেবা বন্ধ রেখে আন্দোলনে নেমেছে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দেন। এদিকে, টানা চারদিন ধরে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ থাকায় প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য সেবার বিঘ্ন ঘটছে। 

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: