‘সিজেন’র যাত্রা শুরু
দেশের সাংবাদিকতা বিভাগসমূহের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি সাংবাদিকতা শিক্ষা ও গবেষণা মানোন্নয়নের লক্ষ্যে একটি সংগঠন যাত্রা শুরু করেছে। প্রাথমিকভাবে সংগঠনের নাম নির্ধারন করা হয়েছে ‘কমিউনিকেশন এন্ড জার্নালিজম এডুকেটরস নেটওয়ার্ক’(সিজেন)।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ ও জার্মানির ডি ডব্লিউ একাডেমীর যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিকতা শিক্ষায় নেটওয়ার্কিং সম্মেলনের শেষে সংগঠনটি গঠিত হয় বলে জানান বিভাগের প্রভাষক মামুন আব্দুল কাইয়ুম।
এসময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউল্যাব বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়গুলোর সাংবাদিকতা বিষয়ক বিভাগের প্রায় সতের জন বিভাগীয় সভাপতিসহ মোট পঞ্চাশ জন শিক্ষক উপস্থিত ছিলেন।
সংগঠনটির বাকি কার্যবিধি প্রণয়নে সর্বসম্মতভাবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে দায়িত্ব দেয়া হয়েছে।
এদিকে রাবির পাশাপাশি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের মাধ্যমে সংশ্লিষ্টদের একটি প্লাটফর্মে আনার দায়িত্ব দেয়া হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগকে।
সম্প্রতি যাত্রা শুরু করা নতুন নেটওয়ার্কটি কার্যকরের উপর গুরুত্বারোপ করেন উপস্থিত সকলে বলে শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিডি২৪লাইভ/এমআরএম
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]
পাঠকের মন্তব্য: