১২ কোটি টাকা মুল্যের দাঁত আটক!

প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১১:২৬ এএম

পাচারের উদ্দেশ্যে বাসে করে নেপালে নেয়ার সময় কোটি টাকা মূল্যের সাড়ে ১২ কেজি হাতির দাঁতসহ আটক দুইজনকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

শুক্রবার আটককৃতদের শিলিগুড়ি এসিজেএম আদালতে তোলা হলে বিচারক তাদের পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন। এর আগে গত বৃহস্পতিবার ভারতের অরুণাচল প্রদেশ থেকে শিলিগুড়ি আসা একটি বাসে তল্লাশি চালিয়ে দাঁতসহ তাদের আটক করে দেশটির কেন্দ্রীয় রাজস্ব দফতরের (ডিআরআই) গোয়েন্দারা।

গোয়েন্দারা জানান, আটককৃতদের কাছ থেকে তিন টুকরো দাঁত মিলেছে। জোড়া দিলে যা প্রায় ৩ ফুটের মতো লম্বা হবে। চওড়া ৩৩ মিলিমিটার। উদ্ধার করা দাঁত কোনো পূর্ণবয়স্ক পুরুষ হাতির বলেই ধারণা গোয়েন্দাদের।

পুলিশ জানায়, দুটি ব্যাগে হাতির দাঁতগুলো বাসে তোলা হয়েছিল। আন্তর্জাতিক বাজারে দাঁতগুলোর মূল্য প্রায় ১ কোটি ১২ লাখ টাকা বলে জানিয়েছে গোয়েন্দারা।

 

বিডি২৪লাইভ/এসএস

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: