এমন তথ্য কোথায় পেলেন ওবায়দুল কাদের?

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ০৯:৫৮ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল’র (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মাঝে মাঝে এমন কথা বলেন মনে হয় তিনি একদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অন্যদিকে বিএনপির নীতিনির্ধারক।’

রবিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ওবায়দুল কাদেরের কথাবার্তা ‘সড়ক মহাসড়কের মতো বেসামাল’ বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া বিএনপি নির্বাচনে যাবে। কিন্তু ওবায়দুল কাদের সাহেব এমন তথ্য কোথায় পেলেন? 

রুহুল কবির রিজভী এও বলেন, মাঝে মাঝে ওবায়দুল কাদের এমন সব রকমের অবাস্তব, উদ্ভট ও সম্পূর্ণ বানোয়াট কথাবার্তা বলেন এতে করে তিনি যে লোকজনের কাছে হাসি-ঠাট্টার পাত্র হচ্ছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেদিকে খেয়াল করছেন না। আমরা বিএনপির পক্ষ থেকে তাকে স্পষ্ট করে বলতে চাই, ‘বেগম খালেদা জিয়া ছাড়া কোনো ভোট হবে না।’

বিএনপির এই নেতা আরো বলেন, ‘বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের নেতাকর্মী ও দেশের মানুষের অবিচ্ছেদ্য অংশ। বেগম খালেদা জিয়া মানেই আরেকটি বাংলাদেশ। তাকে বাদ দিয়ে দেশে আর কোনো নির্বাচন হবে না। হামলা-মামলা সাজা দিয়ে হাত-পা বেঁধে কোনো চক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেয়া আটকাতে পারবে না। বিএনপিকে বাইরে রেখে ভোটের সব ষড়যন্ত্র নস্যাৎ হবে।’

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী লীগ আবারও বিএনপিকে বাইরে রেখে ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো একতরফা ভোট করে ক্ষমতা দখল করতে চক্রান্ত করছে। যাতে তাদের অবৈধ ক্ষমতার দখল দীর্ঘায়িত করতে পারে। আমরা ক্ষমতাসীন সরকারকে এটাই বলতে চাই, বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে দেশে আর কোনো নির্বাচন হবে না।’

এ সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান আ হ ম আজম খান, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সহ-প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ/টিএএফ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: