মাতৃভাষা দিবস ও বার্ষিক পুরস্কার বিতরণী

প্রকাশিত: ২১ ফেব্রুয়ারি ২০১৮, ০৮:২২ পিএম

চট্টগ্রামের লোহাগাড়ায় আইডিয়াল স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে আলোচনা সভা সম্পন্ন হয়েছে। বুধবার (২১শে ফেব্রুয়ারী) সকালে স্কুল মিলনায়তনে অনুষ্ঠান সম্পন্ন হয়।

লোহাগাড়া আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি মফিজুর রহমানের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাজা গ্রুপের চেয়ারম্যান সোলতান আহমদ চৌধুরী বাদশা, প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন লোহাগাড়া ব্রিক ফিল্ড মালিক সমিতির সভাপতি শাহাব উদ্দিন চৌধুরী, গেস্ট অব অনার হিসেবে উপস্হিত ছিলেন চট্টগ্রাম-১৫ (লোহাগাঠা-সাতকানিয়া) আসনের সাংসদ এর একান্ত সচিব এরফানুল করিম চৌধুরী।

স্কুল পরিচালনা কমিটির সহ-সভাপতি এম. হোছাইন মেহেদীর সঞ্চালনায় প্রধান শিক্ষক হামিদুল হোছাইনের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্ঠা মাস্টার সিরাজুল ইসলাম, স্কুল সেক্রেটারি এ্যাডভোকেট মুহাম্মদ সাইফুদ্দিন, পরিচালক আবদুল হালিম, উপদেষ্ঠা শাহজাহান হাকিম, ইউপি সদস্য মফিজুর রহমান, ইউপি সদস্য সোহেল উদ্দিন, স্কুলের পরিচালক শেখ আহমদ, শহিদুল ইসলাম শফি, সাতকানিয়া যুবলীগ নেতা আবু আহমদ রুমি।

আলোচনা সভা শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগতা '১৮ ইং এ বিজয়ী প্রায় শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুর শরীর গঠনে খেলাধুলার বিকল্প নেই। পড়াশোনার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রতি আগ্রহী করে গড়ে তুলতে হবে। এই ক্ষেত্রে কেবল শিক্ষক নয়, অভিভাবকদেরও সচেতন হতে হবে। বিদেশি খেলাধুলার পাশাপাশি দেশীয় খেলাধুলার সঙ্গে শিশুদের পরিচিত করে তুলতে হবে।

বিডি২৪লাইভ/এমআরএম

 

 

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: